Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভুটানে দ্বিতীয় পর্যায়ে রুপে কার্ডের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠান


নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২০
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটে সেরিং ২০ নভেম্বর ভার্চ্যুয়াল মাধ্যমে যৌথভাবে দ্বিতীয় পর্যায়ে রুপে কার্ডের সূচনা করবেন। 
 
২০১৯-এর আগস্টে  প্রধানমন্ত্রী মোদীর  ভুটান সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রথম পর্যায়ের রুপে কার্ডের সূচনা করেছিলেন। ভুটানে রুপে কার্ডের প্রথম পর্যায় বাস্তবায়িত হওয়ার ফলে ভারত থেকে আগত পর্যটকরা ভুটানের এটিএম এবং পয়েন্ট অফ সেল (পিওএস) কেন্দ্রগুলি থেকে সুবিধা পেতেন। দ্বিতীয় পর্যায়ে এই রুপে কার্ড চালু হলে ভুটানের কার্ডধারীরাও ভারতে রুপে নেটওয়ার্কের সুবিধা পাবেন। 
 
ভারত ও ভুটানের মধ্যে বিশেষ অংশীদারিত্ব রয়েছে যা পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধার ভিত্তিকে মজবুত করে, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের সঙ্গে মানুষের দৃঢ় যোগসূত্রের  সম্পর্ককে সুনিশ্চিত করে।  
 
***
 
 
CG/SS/DM