নতুন দিল্লি, ১, নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটক রাজ্যবাসীকে রাজ্যোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটকে আমাদের বোন ও ভাইদের রাজ্যোৎসবের শুভেচ্ছা জানাই। রাজ্যের জনসাধারণ ক্ষমতা ও দক্ষতার বলে বলীয়ান হয়ে কর্ণাটককে প্রগতির নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আমি, কর্ণাটকের জনসাধারণের সুখ ও সুস্বাস্থ্য প্রার্থনা করছি।”
CG/CB/SFS
Karnataka Rajyotsava greetings to my sisters and brothers of Karnataka. Powered by the strength and skills of the people of the state, Karnataka is scaling new heights of progress. I pray for the happiness and good health of the people of Karnataka.
— Narendra Modi (@narendramodi) November 1, 2020