নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর)-এর প্রতিষ্ঠা দিবসে এই পরিষদের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সিএসআইআর-এর প্রতিষ্ঠা দিবসে এই পরিষদের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন। ভারতে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনামূলক কাজকর্মের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এই সংস্থার বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই প্রতিষ্ঠানের আরও সাফল্য কামনা করি।”
CG/CB/DM
Greetings to all those associated with @CSIR_IND on its Foundation Day. CSIR is at the forefront of furthering scientific research and innovation in India. They have also been playing a valuable role in fighting COVID-19. Best wishes to CSIR for its future endeavours.
— Narendra Modi (@narendramodi) September 26, 2020