প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘উমফান’এর ফলে উদ্ভুত পরিস্থিতির প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতির পর্যালোচনা করেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। বাহিনীর মহানির্দেশক জানান, ২৫টি দলকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। ১২টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোন পরিস্থিতির মোকাবিলায় দেশের অন্য জায়গা থেকে আরও ২৪টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে তৈরি রাখা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ্, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী পি কে সিনহা, ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা সহ কেন্দ্রের উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
CG/CB/NS
Reviewed the preparedness regarding the situation due to cyclone ‘Amphan.’ The response measures as well as evacuation plans were discussed. I pray for everyone's safety and assure all possible support from the Central Government. https://t.co/VJGCRE7jBO
— Narendra Modi (@narendramodi) May 18, 2020