Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইটালির প্রধানমন্ত্রী মিঃ গ্যুসেপ্পে কোন্তের সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইটালির প্রধানমন্ত্রী মিঃ গ্যুসেপ্পে কোন্তের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

কোভিড-১৯ মহামারীর কারণে ইটালিতে বহু মানুষের প্রানহানির ঘটনায় প্রধানমন্ত্রী সমবেদনা জানান। সঙ্কটের এই সময়ে ইটালির মানুষ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তিনি তার প্রশংসা করেন।

এই মহামারীর ফলে তাঁদের নিজ নিজ দেশে এবং সারা বিশ্ব জুড়ে স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে যে সঙ্কট দেখা দিয়েছে ,তার মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উভয় নেতা আলোচনা করেন। তাঁরা দুজনে একে অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন । ভারতে ইটালির যে সব নাগরিক এবং ইটালিতে যে সব ভারতীয় নাগরিক আটকে রয়েছে তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় একে অন্যের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী মিঃ কোন্তেকে ভারতের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন জানান। ইটালিকে ভারত প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পাঠানোর অঙ্গীকার করেছে।

উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আলোচনা চালিয়ে যাবার বিষয়ে দুই নেতাই সহমত পোষণ করেন।

ইটালির প্রধানমন্ত্রী তাঁর দেশে প্রধানমন্ত্রীকে সুবিধেজনক সময়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

CG/CB