Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী, জর্ডনের সম্রাটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জর্ডনের সম্রাট দ্বিতীয় আবদুল্লাহর সাথে টেলিফোনে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সম্রাট ও জর্ডনের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

দুই নেতা কোভিড ১৯ মহামারীর ফলে সমগ্র বিশ্বে উদ্ভূত পরিস্থিতি ও তার প্রভাব সীমাবদ্ধ রাখার জন্য নিজেদের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। দুই নেতা তথ্য আদানপ্রদান এবং এবিষয়ে দুদেশের গৃহীত পদক্ষেপে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী জর্ডনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সবরকম সহায়তার জন্য সম্রাটকে ধন্যবাদ জানিয়েছেন।

দুটি দেশ কোভিড ১৯ সংক্রান্ত বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে একে অন্যের সহযোগিতা করবে বলে দুই নেতা আশ্বাস দিয়েছেন।

CG/TG