শ্রী বলরাজ মাধোক-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বলরাজ মাধোকজির মতাদর্শগত অঙ্গীকার ছিল যথেষ্ট শক্তিশালী, চিন্তাভাবনার স্বচ্ছতাও ছিল অসাধারণ। দেশ ও সমাজের প্রতি তিনি ছিলেন নিঃস্বার্থভাবেই নিবেদিতপ্রাণ।
বহু সময় বলরাজ মাধোকজির সঙ্গে মতবিনিময়ের সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর মৃত্যু খুবই বেদনার। তাঁর পরিবার-পরিজনদের জানাই আমার গভীর সমবেদনার কথা।”
PG/SKD/DM/S
Balraj Madhok ji's ideological commitment was strong & clarity of thought immense. He was selflessly devoted to the nation & society.
— Narendra Modi (@narendramodi) May 2, 2016
Had the good fortune of interacting with Balraj Madhok ji on many occasions. His demise is saddening. Condolences to his family. RIP.
— Narendra Modi (@narendramodi) May 2, 2016
Paid tributes to late Balraj Madhok ji & met his family members. pic.twitter.com/TVsMjfbto3
— Narendra Modi (@narendramodi) May 2, 2016