Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত এবং স্যুইজারল্যান্ডের মধ্যে সমঝোতাপত্র অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত এবং স্যুইজারল্যান্ডের মধ্যে সমঝোতাপত্র অনুমোদন করেছে। এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল স্যুইজারল্যান্ডে ২০১৯-এর ১৩ই সেপ্টেম্বর।

পরিবেশের অবনতির প্রভাব পড়েছে সমাজ এবং অর্থনীতিতে, বিশেষ করে সমাজের উচ্চতর বর্গের ওপর। এই বিষয়টি চলতে থাকলে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হবে এবং তার বড়সড় প্রভাব পড়বে সমাজের সব শ্রেণীর ওপর।

এই সমঝোতাপত্রের ফলে পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা করা সহজ হবে দীর্ঘকালীন ভিত্তিতে দু’দেশের মধ্যে নিকট সম্পর্কের মাধ্যমে। দু’দেশেরই আইন এবং বিধি মোতাবেক এই কাজ সম্পন্ন হবে। তথ্য এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাড়বে দায়বদ্ধতা। এছাড়াও, এটা আশা করা হচ্ছে যে আধুনিক প্রযুক্তি এবং তার প্রয়োগ করা যাবে পরিবেশের সুরক্ষার জন্য, আরও ভালো সংরক্ষণের জন্য এবং জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনা এবং বন্যপ্রাণ সংরক্ষণ আরও ভালোভাবে করার জন্য।

এই সমঝোতাপত্রগুলির বৈশিষ্ট্যগুলির অন্যতম হল :

· জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘকালীন ভিত্তিতে জল ব্যবস্থাপনা;

· অরণ্য ব্যবস্থাপনা;

· পাহাড়ি অঞ্চলের উন্নয়ন;

· নগরোন্নয়ন;

· বায়ু, জমি এবং জল দূষণের মোকাবিলা;

· স্বচ্ছ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর নজর; এবং

· জলবায়ু পরিবর্তনের ঝুঁকির ব্যবস্থাপনা।

CG/AP/DM/