Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাটের হাজিরায় প্রধানমন্ত্রী আগামীকাল সফর করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে জানুয়ারি) সুরাটের হাজিরায় সফর করবেন।

হাজিরায় প্রধানমন্ত্রী এল অ্যান্ড টি আর্মার্ড সিস্টেম্‌স কমপ্লেক্স পরিদর্শন করে একটি ফলক উন্মোচনের মাধ্যমে সেটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। নবসারিতে নিরালি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

অত্যাধুনিক নিরালি ক্যান্সার হাসপাতাল নবসারির প্রথম সুসংবদ্ধ ক্যান্সার হাসপাতাল হবে। দক্ষিণ গুজরাট ও প্রতিবেশী রাজ্যগুলির ক্যান্সার রোগীরা এর ফলে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী তিনদিনের গুজরাট সফর করছেন। আগামীকাল শ্রী মোদীর সফরের শেষ দিন।

সফরের প্রথমদিন, অর্থাৎ বৃহস্পতিবার তিনি গান্ধীনগরে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনের উদ্বোধন করেন। এছাড়া, তিনি আমেদাবাদে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং আমেদাবাদ শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনও করেছেন। এরপর, তিনি আজ গান্ধীনগরে মহাত্মা মন্দির প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে নবন ভাইব্র্যান্ট গুজরাট শীর্ষ সম্মেলন, ২০১৯-এর উদ্বোধন করেন।

CG/SC/DM/