Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মায়নামারে ৬৯টি সেতু নির্মাণ করবে ভারত


৩৭১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে মায়নামারে ৬৯টি সেতু নির্মাণের প্রস্তাবে আজ সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মায়নামারের ত্রিমাত্রিক মহাসড়কের তামু-কিজোন-কালেওয়া সেকশনে যোগাযোগের রাস্তা সহ ৬৯টি সেতু গড়ে তোলা হবে। এর ফলে, উন্নতি ঘটবে ভারত ও মায়নামারের মধ্যে যোগাযোগের। দু’দেশের মধ্যে যান চলাচল ও পণ্য পরিবহণের বিষয়টিও এই সেতু নির্মাণের ফলে সহজতর হয়ে উঠবে।

SSS/SKD/DM/……30th December, 2015