বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও অদম্য শক্তিকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আজ বিজয় দিবসে আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অদম্য শক্তিকে জানাই শ্রদ্ধা ও সম্মান। দেশের প্রতি তাঁদের সেবার কোনও তুলনা নেই”।
PG/SKD/SB
Today, on Vijay Diwas we salute the courage & indomitable spirit of our armed forces. Their service to India is unparalleled.
— Narendra Modi (@narendramodi) December 16, 2015