ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী আর ভেঙ্কটরমন এবং ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রী আই কে গুজরালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক বার্তায় তিনি বলেছেন, ভারতের ইতিহাসের রূপকার হিসেবে শ্রী আর ভেঙ্কটরমন এবং শ্রী আই কে গুজরালের প্রভাব অনস্বীকার্য। তাঁদের জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা।
PG/SKD/DM/S
Shri R Venkataraman & Shri IK Gujral were influential in shaping India's history. Tributes on their birth anniversary.
— Narendra Modi (@narendramodi) December 4, 2015