Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্থল-সীমান্ত পারাপারে ভারত ওমায়ানমারের মধ্যে চুক্তির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভায়


নয়া দিল্লি: 0৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার স্থল-সীমান্ত পারাপারে ভারত ও মায়ানমারেরমধ্যে চুক্তির অনুমোদন দিল|

ইতোমধ্যেই দু’দেশের সীমান্ত এলাকাগুলোতে বসবাসকারীমানুষদের বিনা বাধায় চলাচলের যে অধিকার রয়েছে, তা এই চুক্তির মাধ্যমে বিধিবদ্ধ করেসঙ্গতিসাধন করা হবে| এর মধ্য দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে মানুষদের যাতায়াতেআরও সহায়তা হবে| ফলে দু’দেশের মধ্যে আর্থ-সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে|

ভারত-মায়ানমার সীমান্ত পারাপারের ক্ষেত্রে এই চুক্তিরমধ্য দিয়ে এক সক্রিয় ব্যবস্থা তৈরি হলো| এই চুক্তির মধ্য দিয়ে মায়ানমারের জনগণেরসঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগের সুযোগ বাড়বে এবং এদের মধ্যেসম্পর্ক বৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে|

এই চুক্তি উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক ব্যবস্থার উন্নয়নেরএক নতুন গতি নিয়ে আসবে এবং মায়ানমারের সঙ্গেভারতের যে ভৌগলিক সম্পর্ক রয়েছে, তার সুযোগ গ্রহণ করার ক্ষেত্রেও সহায়ক হবে| এরফলে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যেকার মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্কবৃদ্ধি পাবে|

তাছাড়া এই চুক্তির ফলে সীমান্ত এলাকায়থাকা মানুষদের, বিশেষ করে সেইসব উপজাতি অংশের মানুষদের পরম্পরাগত অধিকারেরওসুরক্ষা হবে, যারা এই স্থল-সীমান্ত দিয়ে বিনা বাধায় যাতায়াতে অভ্যস্ত|

A.D.