Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ও ফাইটোসেনিটারি বিষয়গুলো নিয়ে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতার জন্যমউ-এর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়া দিল্লি: ৩০ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাবৃহস্পতিবার কৃষি ও ফাইটোসেনিটারি বিষয়গুলো নিয়ে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতারজন্য একটি সমঝোতা স্মারকে (মউ) স্বাক্ষরের অনুমোদন দিল| এই নতুন চুক্তির ফলে ২০০৮সালের জানুয়ারি মাসে স্বাক্ষর করা আগের মউ-এর প্রতিস্থাপন করবে, যার মেয়াদ শেষহচ্ছে ২০১৮ সালের জানুয়ারি মাসে|

এই মউ ফাইটোসেনিটারি বিষয়, কৃষি উত্পাদন সহ পশুপালন, কৃষি গবেষণা, খাদ্যপ্রক্রিয়াকরণ ও অন্য অতিরিক্ত ক্ষেত্রের এক বিস্তৃত প্রেক্ষাপটে উভয়পক্ষের পারস্পরিকসিদ্ধান্তে স্থির হওয়া ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে|

এই মউ-এর মধ্যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের অবস্থার তথ্য বিনিময় করার, কৃষিযান্ত্রিকীকরণ/খামার যন্ত্রপাতি ও কৃষি-শিল্প পরিকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তিবিনিময় ও উত্পাদন সহায়তা করার, আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি সহ পশুপালনেরক্ষেত্রে প্রযুক্তিগত বাধা দূর করা ও অভিজ্ঞতার আদানপ্রদান করা ইত্যাদির বিধানরয়েছে|

এই মউ নির্দিষ্ট যৌথ পদ্ধতির মাধ্যমে কৃষি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়েউত্সাহ দেওয়ার জন্য একটি যুগ্ম কার্যকরী গোষ্ঠী গঠন করা, কৃষি-সংক্রান্ত সহযোগিতারজন্য দীর্ঘ-মেয়াদী উদ্যোগ বিবেচনা করা এবং রফতানি পণ্যে ফাইটোসেনিটারি ঝুঁকিকমানোর জন্য সহযোগিতা বৃদ্ধি করবে|

এই মউ দু’দেশের সরকারি সংস্থা, বৈজ্ঞানিক ও শিক্ষামূলক সংস্থা এবং ব্যবসায়ীসম্প্রদায়গুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উত্সাহ বৃদ্ধি করবে এবং তা সহজতর করবেএবং দু’দেশের সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আরও সহযোগিতাকে উত্সাহিত করবে|

A.D.