Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চমবারের মত-বিনিময় আলোচনা

অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চমবারের মত-বিনিময় আলোচনা


নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদি শুক্রবার ভারত সরকারের নব্বই জনেরও বেশি অতিরিক্ত সচিব ওযুগ্ম-সচিবের সঙ্গে মত বিনিময় ও আলোচনা করলেন| পঞ্চম বারের মত এই আলোচনা|

এই মত বিনিময় সভায়আধিকারিকরা প্রশাসন, সামাজ-কল্যাণ, উপজাতি উন্নয়ন, কৃষি, উদ্যানবিদ্যা, পরিবেশ ওবন, শিক্ষা, প্রকল্প রূপায়ণ, নগরোন্নয়ন ও পরিবহন সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদেরঅভিজ্ঞতার আদান-প্রদান করলেন|

প্রধানমন্ত্রী প্রশাসনিকপ্রক্রিয়া আরও সরলীকরণের লক্ষ্যে কাজ করার জন্য আধিকারিকদের উদ্দেশে আহ্বান জানান|তিনি বলেন, ভালোভাবে রূপায়িত প্রকল্প ও পরিকল্পনাগুলোকে উদাহরণ বা আদর্শ হিসেবে তুলেধরতে হবে, যাতে সেগুলোর সাফল্যকে অনুকরণ করা যায়|

বিশ্বের বর্তমান পরিবেশকেভারতের অনুকূল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে এক নব-ভারতনির্মাণের স্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে কাজ করার জন্য আধিকারিকদের উদ্দেশে আহ্বানজানান|

A.D.