Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশেরলক্ষ্ণৌ-য় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশেরলক্ষ্ণৌ-য় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশেরলক্ষ্ণৌ-য় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশেরলক্ষ্ণৌ-য় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার লক্ষ্ণৌ-এ ডঃ এ পি জে আব্দুল কালাম কারিগরিবিশ্ববিদ্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন লক্ষ্ণৌ-কানপুরডিসি ট্রান্সমিশন লাইনটিও তিনি এদিন উৎসর্গ করেন রাজ্যবাসীর উদ্দেশে । এছাড়াও, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায়নির্বাচিত নাগরিকদের হাতে তিনি তুলে দেন অনুমোদনপত্রগুলি।

এই উপলক্ষেআয়োজিত এক অনুষ্ঠানে ভাষণদানকালে আধুনিকতম প্রযুক্তির সঙ্গে দেশের যুব সমাজকেপরিচিত তথা যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,দেশের তরুণদের উচিৎ স্বাস্থ্যক্ষেত্রে স্টার্ট আপ এবং উদ্ভাবনের মতো বিষয়গুলিসম্পর্কে চিন্তাভাবনা করা। বিশেষত, স্বাস্থ্য পরিচর্যার প্রয়োজনীয় যন্ত্রপাতি ওসাজসরঞ্জাম উৎপাদনের কাজে তরুণদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগানোর ওপর বিশেষ জোরদেন তিনি।

রাজ্যেরসবক’টি জেলায় বিদ্যুতের সুযোগ পৌঁছে দেওয়ার কাজে সাফল্য অর্জনের জন্য উত্তরপ্রদেশসরকারকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, উন্নয়নের লক্ষ্যে যাত্রাপথে বিদ্যুৎ ওজ্বালানির গুরুত্ব অপরিসীম। সৌর জ্বালানি তথা সৌরশক্তির ব্যবহার যে ভারতে ক্রমশজনপ্রিয় হয়ে উঠছে, সে কথারও উল্লেখ করেন তিনি।

আগামী ১জুলাই থেকে দেশে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ, জিএসটি। এই ঘটনাকেগণতন্ত্রের শক্তি বলে বর্ণনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জিএসটি চালু করারকৃতিত্ব ১২৫ কোটি ভারতবাসীর।

PG/SKD/DM/ ..