প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যেকেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কাজেরজন্য সংগ্রহের ক্ষেত্রে দেশীয়ভাবে উত্পাদিত লোহা ও ইস্পাতের পণ্যকে অগ্রাধিকারদেওয়ার নীতির অনুমোদন দিল|
দেশগঠন ও দেশীয় উত্পাদনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর লক্ষ্য ‘মেক ইন ইন্ডিয়া’-কেপ্রতিপাদন করার জন্য এই নীতি|
সরকারিভাবেসংগ্রহের ক্ষেত্রে দেশীয়ভাবে উত্পাদিত লোহা ও ইস্পাতের পণ্যকে (ডি.এম.আই. এন্ডএস.পি.) অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই নীতিতে| যেসব দর-প্রস্তাবএখনও খোলা হয়েনি, সে ধরনের সমস্ত সরকারি দরপত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নীতি|
ডি.এম.আই.এন্ড এস.পি. নীতি বিজ্ঞাপিত ইস্পাতের পণ্য যা ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকারেরক্ষেত্র হিসেবে চিহ্নিত, সেগুলিতে ন্যুনতম ১৫% মূল্যযুক্ত করবে| নমনীয়তা প্রদানেরজন্য ইস্পাত মন্ত্রক সুনির্দিষ্ট ইস্পাতের পণ্য এবং ন্যূনতম মূল্যযুক্ত করারনির্ণায়ক মানদণ্ডকে পর্যালোচনা করতে পারবে|
নীতিরূপায়ণের সময় প্রত্যেক দেশীয় উত্পাদকের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা হবে, যারাসংগ্রহকারী সরকারি সংস্থাকে স্ব-শংসাপত্র প্রদান করবে যে, লোহা ও ইস্পাতের পণ্যগুলিদেশীয়ভাবে নির্ধারিত মূল্যযুক্ত করার শর্তাবলী মেনে দেশীয়ভাবে উত্পাদিত হয়েছে| এইদাবির সত্যতা যাচাই করার দায়িত্ব সাধারণভাবে সংগ্রহকারী সংস্থার হবে না| কোনো কোনোক্ষেত্রে যখন বলা হবে তখন এর যথার্থতা প্রদর্শনের দায়িত্ব থাকবে দর প্রস্তাবকারীরওপর|
কোনো কারণে যদি কোনো উত্পাদনকারী অসন্তুষ্ট হন, তাহলেইস্পাত মন্ত্রকের অধীনে গঠিত অভিযোগ নিষ্পত্তি কমিটি সুনির্দিষ্ট সময় অর্থাত চারসপ্তাহের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তি করবে|
যেখানে সুনির্দিষ্ট মানের ইস্পাত দেশে উত্পাদিত হচ্ছেনা, অথবা প্রকল্পের চাহিদা অনুসারে পরিমাণ মত ইস্পাত দেশীয় উত্স-এর মাধ্যমে পূরণকরা যাবে না, সেখানে এ ধরনের সমস্ত ক্রয়ের ক্ষেত্রে মুকুবের সংস্থান রয়েছে এইনীতিতে|
এই নীতি দেশীয় ইস্পাত শিল্পের উন্নয়ন ও উত্পাদনবৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং সরকারি অর্থানুকুল্যের প্রকল্পগুলিতে কমদামের নিম্ন মানের আমদানি করা ইস্পাত ব্যবহারের প্রবণতা কমানোর জন্যই পরিকল্পিতকরা হয়েছে| সমস্ত সরকারি সংস্থারই দায়িত্ব হবে এই নীতির রূপায়ণ সুনিশ্চিত করা|
PG/SK/A.D