Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সততার যুগের সূচনা ঘটেছে ভারতে : ঝাড়খন্ডে উন্নয়নপ্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী

সততার যুগের সূচনা ঘটেছে ভারতে :  ঝাড়খন্ডে উন্নয়নপ্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী

সততার যুগের সূচনা ঘটেছে ভারতে :  ঝাড়খন্ডে উন্নয়নপ্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী

সততার যুগের সূচনা ঘটেছে ভারতে :  ঝাড়খন্ডে উন্নয়নপ্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী


ঝাড়খন্ডে আজ যে উন্নয়ন প্রকল্পগুলির সূচনা হল তা আগামী দিনেসাঁওতাল পরগণা অঞ্চলের প্রভুত কল্যাণ সাধন করবে এবং আদিবাসী জনসাধারণের ক্ষমতায়নেরপথ তাতে আরও প্রশস্ত হবে। দরিদ্র সাধারণ মানুষ সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনধারনকরতে আগ্রহী। এজন্য তাঁদের প্রয়োজন উপযুক্ত সুযোগ-সুবিধা। কারণ এর মাধ্যমেই তাঁরাজীবনে উন্নয়নের স্পর্শ অনুভব করেন।

বৃহস্পতিবারঝাড়খন্ডের সাহেবগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস শেষে একথা বলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি গঙ্গা নদীর ওপর একটি চার লেনের সেতুনির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন, ভিত্তিপ্রস্তর স্হাপন করেন একটি মাল্টিমোডালটার্মিনালেরও। বারানসী-হলদিয়া জলপথে এই টার্মিনালটি এক বিশেষ কাজে আসবে।

৩১১ কিলোমিটার দীর্ঘগোবিন্দপুর-জামতাড়া-দুমকা-সাহেবগঞ্জ সড়কটিরও তিনি এদিন উদ্বোধন করেন। জাতিরউদ্দেশে উৎসর্গ করেন সাহেবগঞ্জ জেলা আদালত প্রাঙ্গন এবং সাহেবগঞ্জ জেলা হাসপাতালসংলগ্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পও।

পাহাড়িয়া স্পেশালইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ানের কনস্টেবলদের হাতে তিনি এদিন নিয়োগ সম্পর্কিতপ্রতীকী শংসাপত্রগুলি তুলে দেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শিল্পোদ্যোগীদের হাতেতুলে দেন কয়েকটি স্মার্ট ফোনও।

প্রধানমন্ত্রী এদিনমন্তব্য করেন যে ভারতে এখন সততার যুগের সূচনা হয়েছে। দরিদ্র সাধারণ মানুষের দক্ষতাও ক্ষমতার ওপর তাঁর পূর্ণ আস্হা ও বিশ্বাসও রয়েছে। দরিদ্রদের কাছে যাতে তিনিতাঁদের ন্যায্য প্রাপ্য ও অধিকার পৌঁছে দিতে পারেন সেজন্য জনসাধারণের আর্শীবাদওপ্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

PG/SSS /NS/…