প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র ‘ওনাম’ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ওনাম-এর বিশেষ মূহুর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাসরত মালয়ালি সম্প্রদায়ের মানুষজনকে আমার শুভেচ্ছা। একাত্মবোধের যে মানসিকতা নিয়ে ওনাম উদযাপিত হয়, তা প্রকৃতই আনন্দের। ওনাম উৎসব সমাজে আনন্দ ও সমৃদ্ধির চেতনাকে আরও প্রসারিত করুক”।
ഓണത്തിന്റെ ശുഭവേളയില് ഏവര്ക്കും ആശംസകള് pic.twitter.com/U1gRlKlVFj
— Narendra Modi (@narendramodi) August 28, 2015
Greetings on the auspicious occasion of Onam. pic.twitter.com/TjgQdiomNm
— Narendra Modi (@narendramodi) August 28, 2015