Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জলবায়ু পরিবর্তন নিয়ে সংযুক্তরাষ্ট্র সংঘের পরিকাঠামো সম্মেলনের কিয়োটো প্রটোকলের দ্বিতীয় প্রতিশ্রুতি সময়েরঅনুসমর্থনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রিন হাউস গ্যাস(জি.এইচ.জি.)-এরনিঃসরণ নিয়ে কিয়োটো প্রটোকলের দ্বিতীয় প্রতিশ্রুতি সময়ের অনুসমর্থনে অনুমোদন দিল| কিয়োটো প্রটোকলের দ্বিতীয় প্রতিশ্রুতি সময় গৃহিত হয়েছিল ২০১২ সালে| এখন পর্যন্ত এতে৬৫টি দেশ এতে অনুসমর্থন দিয়েছে|

জলবায়ু পরিবর্তননিয়ে আন্তর্জাতিক ঐকমত্যে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার পর এই অনুমোদনের সিদ্ধান্তআবহাওয়ার সুরক্ষা ও জলবায়ুর ক্ষেত্রে সুবিচারের পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যেভারতের নেতৃত্বের বিষয়কেই তুলে ধরল| এই অনুসমর্থন অন্যান্য উন্নয়নশীল দেশগুলিকেও এধরনের সিদ্ধান্ত নিতে উত্সাহিত করবে| তাছাড়া স্বচ্ছ উন্নয়ন পদ্ধতি প্রকল্পরূপায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ায় ভারতে বিনিয়োগেউত্সাহিত করার ক্ষেত্রেও তা সহায়তা করবে|

উন্নত দেশগুলিইমূলত গ্রিন হাউস গ্যাসের বেশি নির্গমন করার জন্য দায়ী| তাই কিয়োটো প্রটোকলেরমাধ্যমে এই নিঃসরণের হার কমানোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিকে আধুনিক প্রযুক্তিপ্রদান করার কথাই মূলত গৃহিত হয়েছে| ভারতের মত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিয়োটোপ্রটোকলের অধীনে কোনো বাধ্যবাধকতা নেই| কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে গৃহিত হয়েছে এবংএর প্রথম প্রতিশ্রুতি সময়ছিল ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত| ২০১২ সালে দোহা-তে দ্বিতীয় প্রতিশ্রুতি সময়নির্ধারিত হয়েছে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত| ভারত এক্ষেত্রে বরাবরই বিশেষ ভুমিকানিয়ে আসছে|

SK/ A.D