Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমস্টেক শীর্ষ বৈঠকের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর

বিমস্টেক শীর্ষ বৈঠকের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ নেপালের প্রধানমন্ত্রী মাননীয় কে পি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারত ও নেপালের মধ্যে অনন্য এবং ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ডিজিটাল সংযোগ, মানুষে মানুষে যোগাযোগ নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং দু’দেশের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার ব্যাপারে একমত হন। 

ভারতের প্রতিবেশী সর্বাগ্রে নীতির অগ্রাধিকার প্রাপ্ত দেশের মধ্যে রয়েছে নেপাল। দুই দেশের মধ্যে উচ্চস্তরে পারস্পরিক মতবিনিময় অব্যাহত রাখার যে পরম্পরা রয়েছে, এই বৈঠক থেকে সেই বার্তাই দেওয়া হ’ল। 

 

SC/MP/SB…