নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিটাল রূপান্তর পুরস্কার-২০২৫ জয়ের জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রশংসা করেছেন। নিজস্ব ব্যবস্থার মাধ্যমে উদ্ভাবনমূলক ডিজিটাল উদ্যোগ – প্রবাহ এবং সারথি – তৈরি করার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছে লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং।
এই সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন :
“একটি প্রশংসনীয় সাফল্য, উদ্ভাবনের প্রতি গুরুত্ব এবং প্রশাসনিক দক্ষতার প্রতিফলন। ডিজিটাল উদ্ভাবন ভারতের আর্থিক পরিমণ্ডলকে শক্তিশালী করে তুলেছে, অসংখ্য জীবনের ক্ষমতায়ন ঘটাচ্ছে।”
SC/MP/NS…
A commendable accomplishment, reflecting an emphasis towards innovation and efficiency in governance.
— Narendra Modi (@narendramodi) March 16, 2025
Digital innovation continues to strengthen India’s financial ecosystem, thus empowering countless lives. https://t.co/WomTSvXTCa