Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী দেখা করলেন মরিশাস সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে

প্রধানমন্ত্রী দেখা করলেন মরিশাস সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে


নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের স্টেট হাউসে সেদেশের রাষ্ট্রপ্রধান মাননীয় ধরমবীর গোখুলের সঙ্গে দেখা করেন।

দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে তোলার বিষয়ে মত বিনিময় করেছেন। দুদেশের ঐতিহাসিক সংযোগের প্রসঙ্গ উল্লেখ করেন তাঁরা। এই নিয়ে দ্বিতীয়বার মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনি গর্বিত বলে প্রধানমন্ত্রী জানান।  বিশেষ এক বার্তা হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান গোখুল এবং ফার্স্ট লেডি ভৃন্দা গোখুলের হাতে ওসিআই কার্ড তুলে দেন। ওই ভবন চত্বরে আয়ুর্বেদ উদ্যানেও যান তিনি – যেটি গড়ে উঠেছে ভারতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে। প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদ সহ চিরাচরিত ঔষধ প্রণালীর প্রসারে মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার।

বৈঠকের পর রাষ্ট্রপ্রধান গোখুল প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।  

 

SC/AC /SG