নয়াদিল্লি, ০৯ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুরের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধের বিষয় মহিলাদের ক্ষমতায়নে কৃত্রিম মেধার ভূমিকা।
প্রধানমন্ত্রী বলেছেন, “এটি খুব গুরুত্বপূর্ণ এক নিবন্ধ, এখানে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কৃত্রিম মেধা কতটা সহায়ক হবে, সেই বিষয়ের উল্লেখ রয়েছে”।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় বলা হয়েছে, “নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী @savitrii4bjpজি মহিলাদের ক্ষমতায়নে কৃত্রিম মেধার ভূমিকা বিষয়ক একটি নিবন্ধ লিখেছেন। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি নতুন নতুন জিনিসের উদ্ভাবনের প্রসঙ্গটিও উল্লেখ রয়েছে। এই নিবন্ধটি পড়ুন, আমাদের নারী শক্তিকে উদ্দেশ্য করেই তাঁর এই নিবন্ধ…”।
SC/CB/SB
महिला एवं बाल विकास राज्यमंत्री @savitrii4bjp जी ने हमारी माताओं-बहनों-बेटियों को सशक्त बनाने में AI की भूमिका पर प्रकाश डालते हुए लिखा है कि यह उनके लिए बेहद उपयोगी होने के साथ-साथ नए-नए अवसरों के सृजन में भी मददगार है। पढ़िए, हमारी नारीशक्ति को समर्पित उनका यह आलेख… https://t.co/rldMBGAWRA
— PMO India (@PMOIndia) March 9, 2025