Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাত খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

সুরাত খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরাতের লিম্বায়তে খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা করেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ২.৩ লক্ষের বেশি সুবিধাপ্রাপকের মধ্যে বন্টনের কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে  প্রধানমন্ত্রী সুরাত শহরের অনন্য কর্মসংস্কৃতির শক্তিশালী ভিত্তি এবং এখানকার মানুষের দানশীলতার কথা তুলে ধরেন। 

শ্রী মোদী বলেন, সুরাত শহর পারস্পরিক সহায়তা ও অগ্রগতির সংস্কৃতির জন্য পরিচিত, যেখানে প্রত্যেকের সুবিধার জন্য মানুষ একসঙ্গে কাজ করেন। 

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সুরক্ষা সম্পৃক্তি কর্মসূচির আওতায় সুরাত প্রশাসন ২.৫ লক্ষের বেশি নতুন সুবিধাপ্রাপককে চিহ্নিত করেছে। এদের মধ্যে বয়স্ক নারী, পুরুষ, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা রয়েছেন। নতুন এই সদস্যরা এখন থেকে বিনামূল্যে রেশন এবং পুষ্টিকর খাদ্য পাবেন। তিনি জানান, গরিবদের রান্নাঘরে খাদ্যের যোগানে সরকার বছরে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা ব্যয় করছে। তিনি বলেন, অপুষ্টি এবং অ্যানিমিয়ার মতো রোগের মোকাবিলায় সরকারের লক্ষ্য হল, দেশের প্রতিটি পরিবারের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে প্রায় ১২ কোটি স্কুল পড়ুয়া শিশু পুষ্টিকর খাদ্য পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিনামূল্যে রেশন প্রকল্পের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। ৫ কোটির বেশি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানান শ্রী মোদী। এই প্রসঙ্গে “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। এর ফলে দেশের যে কোনও প্রান্তের মানুষ যে কোনও স্থান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। প্রধানমন্ত্রী জানান, সরকার গরিব পরিবারগুলির জন্য বিমা প্রকল্প চালু করেছে, যা প্রায় ৬০ কোটি মানুষের ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা সুনিশ্চিত করেছে। বিমা প্রকল্পে ৩৬ কোটির বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, মুদ্রা যোজনায় প্রায় ৩২ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যার ফলে গরিবরা সরাসরি উপকৃত হচ্ছেন। গত এক দশকে ২৫ কোটির বেশি মানুষকে দারিদ্র্যসীমার ওপর তুলে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

দেশের অগ্রগতিতে মধ্যবিত্ত শ্রেণীর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বাজেটে পুরোপুরি কর ছাড় দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে এমএসএমই ক্ষেত্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি, দলিত, আদিবাসী এবং মহিলা উদ্যোগীদের সহায়তার লক্ষ্যে তাঁদের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ভারতের উন্নয়নে, বিশেষত বস্ত্র, রসায়ন এবং কারিগরি ক্ষেত্রে সুরাতের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী মহিলাদের কাছে নমো অ্যাপে তাঁদের প্রেরণামূলক কাহিনী ভাগ করে নেওয়ার আবেদন জানান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাঁর সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট দেশের ও সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা, অনুপ্রেরণামূলক নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

ক্ষুদ্র ভারত এবং আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য শহর হিসেবে সুরাতকে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

SC/MP/AS