নয়াদিল্লি, ৩ মার্চ , ২০২৫
নমো অ্যাপ ওপেন ফোরামে অসংখ্য মহিলা তাঁদের জীবনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এগুলি অত্যন্ত প্রেরণাদায়ক বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
এক্স বার্তায় শ্রী মোদী লিখেছেন :
“নমো অ্যাপ ওপেন ফোরামে ভাগ করে নেওয়া অত্যন্ত প্রেরণাদায়ক কিছু জীবনের অভিজ্ঞতা আমি শুনেছি। এদের মধ্যে নির্বাচিত কিছু জনের হাতে আমি আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে, আমার ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সম্পর্পণ করবো। এই ধরনের আরও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অনুরোধ জানাই”।
SC/SD/NS
I’ve been seeing very inspiring life journeys being shared on the NaMo App Open Forum, from which a few women will be selected for a social media takeover of my digital social media accounts on 8th March, which is Women’s Day. I urge more such life journeys to be shared.…
— Narendra Modi (@narendramodi) March 3, 2025