নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স বার্তায় তিনি লিখেছেনঃ
“বিজ্ঞান নিয়ে যাঁরা উৎসাহী, বিশেষত আমাদের তরুণ উদ্ভাবকদের জাতীয় বিজ্ঞান দিবসের শুভেচ্ছা। বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার চেষ্টা জারি থাকুক, বিকশিত ভারত গঠনে বিজ্ঞানের শক্তিকে কাজে লাগানো হোক।
এই মাসের #মনকিবাত-এ আমি একদিনের জন্য বিজ্ঞানী হওয়ার কথা বলেছিলাম…যাতে যুব সমাজ কোন না কোনও বৈজ্ঞানিক কাজে অংশগ্রহণ করতে পারে।”
SC/ SD /AG
Greetings on National Science Day to those passionate about science, particularly our young innovators. Let’s keep popularising science and innovation and leveraging science to build a Viksit Bharat.
— Narendra Modi (@narendramodi) February 28, 2025
During this month’s #MannKiBaat, had talked about ‘One Day as a… pic.twitter.com/iXIYwSmdDr