নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেরাথ পোশ্তে উপলক্ষে কাশ্মীরি পণ্ডিতদের শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“হেরাথ পোশ্তে!
এই উৎসব আমাদের কাশ্মীরি পণ্ডিত ভাই ও বোনেদের প্রাণবন্ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ।
এই পবিত্র অবকাশে আমি প্রত্যেকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি এবং সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, সেই কামনাই করি। এই উৎসব সকলের স্বপ্ন পূরণ করুক, নতুন নতুন সুযোগ সৃষ্টি করুক এবং প্রত্যেকের জীবনে সুখ নিয়ে আসুক।”
SC/CB/SKD
Herath Poshte!
— Narendra Modi (@narendramodi) February 25, 2025
This festival is closely associated with the vibrant culture of our Kashmiri Pandit sisters and brothers.
On this auspicious occasion, I wish for harmony, good health and prosperity for everyone. May it also fulfil dreams, create new opportunities and bring…