নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বীর সাভারকর-এর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“প্রত্যেক দেশবাসীর পক্ষ থেকে প্রয়াণ দিবসে বীর সাভারকরজি-কে আন্তরিক শ্রদ্ধানিবেদন করছি। স্বাধীনতা আন্দোলনের সময়ে তাঁর দৃঢ়চেতা মানসিকতা, ত্যাগ, সাহস এবং আন্দোলনের মাধ্যমে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ দেশ সর্বদাই তাঁকে স্মরণ করে।”]
SC/CB/SKD
सभी देशवासियों की ओर से वीर सावरकर जी को उनकी पुण्यतिथि पर आदरपूर्ण श्रद्धांजलि। आजादी के आंदोलन में उनके तप, त्याग, साहस और संघर्ष से भरे अमूल्य योगदान को कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) February 26, 2025