Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মন কি বাত’-এর সর্বশেষ পর্বে প্রধানমন্ত্রী স্থুলতার বিরুদ্ধে যৌথ অভিযানের আহ্বান জানিয়েছেন


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্থুলতার মতো ক্রমবর্ধমান এক সমস্যার সমাধানের জন্য বিশিষ্টজনেদের সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন। ভোজ্যতেলের ব্যবহার কমাতে এঁরা সাধারণ মানুষকে উৎসাহিত করবেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এই অভিযানকে প্রসারিত করতে আরও ১০জনকে মনোনয়নের আহ্বান জানিয়েছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“#MannKiBaat-এ গতকালের পর্বে আমি বলেছিলাম, স্থুলতার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে কয়েকজনকে মনোনীত করছি। খাদ্যদ্রব্যে ভোজ্যতেলের ব্যবহার কমানোর জন্য এঁরা জনসাধারণকে সচেতন করে তুলবেন। সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের আরও ১০ জনকে মনোনীত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই আন্দোলন আরও প্রসারিত হয়! 

@anandmahindra

@nirahua1

@realmanubhaker

@mirabai_chanu

@Mohanlal

@NandanNilekani

@OmarAbdullah

@ActorMadhavan

@shreyaghoshal

@SmtSudhaMurty

একযোগে আমরা ভারতকে আরও ফিট এবং সুস্থ করে তুলব। #FightObesity”

 

SC/CB/DM.