নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
২০১৯ – এ পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “২০১৯ – এ পুলওয়ামা হামলায় নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। আগামী প্রজন্ম তাঁদের এই আত্মত্যাগ এবং দেশের প্রতি অবিচল নিষ্ঠার কথা কখনও ভুলবে না”।
SC/AB/SB
Homage to the courageous heroes we lost in Pulwama in 2019. The coming generations will never forget their sacrifice and their unwavering dedication to the nation.
— Narendra Modi (@narendramodi) February 14, 2025