নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কাদারাচেতে ইন্টারন্যাশনাল থারমোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাকটর (আইটিইআর)-এ যৌথভাবে সফর করেছেন। আইটিইআর-এর মহানির্দেশক তাঁদের স্বাগত জানান। বর্তমান সময়কালে এটি ফিউশন জ্বালানীর অন্যতম এক প্রকল্প। এই প্রথম আইটিইআর-এ কোন রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান সফর করলেন।
সফরকালে তাঁরা আইটিইআর-এর কাজের অগ্রগতির প্রশংসা করেন। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক ব্যবস্থাপনা টোকাম্যাক নির্মাণ। এখানে প্লাজমা উৎপাদন করে নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে সেটিকে পুড়িয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আইটিইআর-এর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা যেভাবে নিষ্ঠার সঙ্গে এই প্রকল্পের কাজ করছেন, দুই নেতা তার-ও প্রশংসা করেন।
গত দুই দশক ধরে আইটিইআর-এ যে সাতটি সদস্য রাষ্ট্র রয়েছে, ভারত তার মধ্যে অন্যতম। এই প্রকল্পে প্রায় ২০০ জন ভারতীয় বিজ্ঞানী রয়েছেন। এছাড়াও এলএন্ডটি, আইনক্স ইন্ডিয়া, টিসিএস, টিসিই, এইচসিএল টেকনোলজিসের মত একাধিক প্রথম সারির সংস্থাও এখানে যুক্ত রয়েছে।
SC/CB/SG..
PM @narendramodi and President @EmmanuelMacron visited the International Thermonuclear Experimental Reactor (ITER) in Cadarache. pic.twitter.com/oFCvh6ihxY
— PMO India (@PMOIndia) February 12, 2025
Went to the International Thermonuclear Experimental Reactor (ITER) in Cadarache with President @EmmanuelMacron. Complimented the team working on this project, which represents a commendable step toward sustainable and limitless clean energy for the future. pic.twitter.com/LaBEpTIc3g
— Narendra Modi (@narendramodi) February 12, 2025
Je me suis rendu sur le site du Réacteur Thermonucléaire Expérimental International (ITER) à Cadarache avec le président @EmmanuelMacron. J'ai complimenté l'équipe qui travaille sur ce projet, représentant un pas remarquable vers une énergie propre, durable et sans limite pour… pic.twitter.com/Pl4osaK1O5
— Narendra Modi (@narendramodi) February 12, 2025