Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃত্রিম মেধার বিষয়ে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এই প্রযুক্তিকে জনহিতে ব্যবহার করা হচ্ছে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই প্রযুক্তিকে জনহিতকর কাজে ব্যবহার করার বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি সারা বিশ্বকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান এবং আমাদের যুবশক্তির প্রতি আস্থা রাখার পরামর্শ দেন।

গুগল এবং অ্যালফাবেট-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সুন্দর পিচাইয়ের সঙ্গে মতবিনিময়ে সন্তোষ প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“@sundarpichai, আপনার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। কৃত্রিম মেধার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই প্রযুক্তিকে জনহিতকর কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা সারা বিশ্বকে ভারতে বিনিয়োগের আহ্বান জানাই, আপনারা আমাদের যুবশক্তির প্রতি আস্থা রাখতে পারেন।”

 

SC/CB/DM