নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে এআই অ্যাকশন সামিটের ফাঁকে এস্তোনিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট মাননীয় আলার কারিসের সঙ্গে বৈঠক করলেন। দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।
প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কারিস উভয়েই মনে করেন ভারত ও এস্তোনিয়ার সম্পর্কের ভিত্তি হল গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি দায়বদ্ধতা। বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্র, সংস্কৃতি ও পর্যটন সহ বিভিন্ন বিষয়ে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত ইতিবাচক বলে দুই নেতাই মনে করেন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও তাঁদের আলোচনায় উঠে আসে। দ্রুত গতিতে বিকাশের পথে এগিয়ে চলা ভারতে বিনিয়োগের সম্ভাবনার সদ্ব্যবহার করার জন্য এবং ডিজিটাল ইন্ডিয়ার সুযোগ নিতে এস্তোনিয়ার সরকার এবং সেদেশের বাণিজ্য মহলের প্রতি আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। এস্তোনিয়ায় যোগাভ্যাস যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, তাতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
ভারত – ইইউ কৌশলগত অংশীদারিত্বের প্রেক্ষিতে দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্য তুলে ধরেন দুই নেতা। ভারত – নর্ডিক – বাল্টিক মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হওয়া ইতিবাচক একটি বিষয় বলে দুজনেই মনে করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ও আলোচনায় উঠে আসে।
SC/AC/SG/
Had a very productive meeting with the President of Estonia, Mr. Alar Karis on the sidelines of the AI Action Summit in Paris. India’s ties with Estonia are growing remarkably over the years. We discussed ways to boost ties in areas like trade, technology, culture and more.… pic.twitter.com/F3af01yqA8
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
PM @narendramodi and President @AlarKaris of Estonia met on the sidelines of the AI Action Summit in Paris. They welcomed the growing India-Estonia partnership across trade, IT, digital innovation, culture, tourism, cybersecurity and more. The PM also appreciated the popularity… pic.twitter.com/Ezd1fWd667
— PMO India (@PMOIndia) February 11, 2025