নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করার বার্ট দ্য ওয়েভারকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ভারত – বেলজিয়াম সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে এবং একযোগে দুই দেশ কাজ করবে বলে তাঁর আশা। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“প্রধানমন্ত্রী @Bart_DeWever দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানাই। ভারত – বেলজিয়াম সম্পর্ক আরও মজবুত করতে এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করে যাবো বলে আমি আশাবাদী। আপনার প্রধানমন্ত্রী পদের কার্যকালে সার্বিক সাফল্য কামনাকরি।”
SC/PM/AS
Heartiest congratulations to Prime Minister @Bart_DeWever on assuming office. I look forward to working together to further strengthen India-Belgium ties and enhance our collaboration on global matters. Wishing you a successful tenure ahead.
— Narendra Modi (@narendramodi) February 4, 2025