নতুন দিল্লি, ৩১ জানুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেরাদুনে ৩৮টি ন্যাশনাল গেমসের উদ্বোধনী সমারোহে প্রধানমন্ত্রী বলেন, মেদবহুলতা ডায়াবেটিস, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক তেলযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া উচিত সকলেরই।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক মহল, অভিনেতা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
SC/AC/AS