নতুন দিল্লি, ২৪ জানুয়ারী, ২০২৫
৫ম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“২০২৫ –এ ৫ম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদদের আন্তরিক শুভেচ্ছা! আমি নিশ্চিত এই প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রতিভাদের অনুপ্রাণিত করবে। এই ক্রীড়ানুষ্ঠান খেলোয়াড় সুলভ মানসিকতার উদযাপন হয়ে উঠুক।”
SC/AB/SG
Best wishes to all the athletes participating in the 5th Khelo India Winter Games 2025! I am sure this tournament will encourage upcoming talent. May the games also be a celebration of sportsman spirit.@kheloindia pic.twitter.com/1bUx7SqKv8
— Narendra Modi (@narendramodi) January 23, 2025