নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেরাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় তিনি লিখেছেন:
“উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যে আমার সব ভাইবোনকে অনেক শুভকামনা জানাই। ভারতীয় সংস্কৃতির অসংখ্য পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ভূমি গত আট বছর ধরে উন্নয়নের নিত্য নতুন অধ্যায় রচনা করছে। জনকল্যাণে সমর্পিত রাজ্য সরকারের কাজ এবং এখানকার মানুষের অত্যাশ্চর্য প্রতিভা ও অক্লান্ত পরিশ্রমে আমাদের এই প্রিয় প্রদেশ, বিকশিত ভারতের নির্মাণে অমূল্য অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
SC/SD/SKD
उत्तर प्रदेश के स्थापना दिवस पर राज्य के अपने सभी भाई-बहनों को मेरी ढेरों शुभकामनाएं। भारतीय संस्कृति में अनगिनत पौराणिक और ऐतिहासिक कालखंडों की साक्षी रही यह पावन धरती पिछले आठ वर्षों से विकास के नित-नए अध्याय रचने में जुटी है। मुझे पूरा भरोसा है कि जनकल्याण के लिए समर्पित सरकार…
— Narendra Modi (@narendramodi) January 24, 2025