নতুন দিল্লি, ২১ জানুয়ারি ২০২৫
জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব নিয়ে লেখা বইয়ের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রী অমিতাভ কান্তের প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডলে শ্রী অমিতাভ কান্তের একটি পোস্টের উত্তরে শ্রী মোদী লিখেছেন :
“২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব নিয়ে লেখার জন্য আপনার প্রয়াস প্রশংসনীয়। এই লেখায় পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে আমাদের মানবকেন্দ্রিক উন্নয়নের প্রচেষ্টা অত্যন্ত সহজ দৃষ্টিভঙ্গীতে ফুটিয়ে তোলা হয়েছে।
@amitabhk87”
SC/SD/AS
Your effort to write about India’s G20 Presidency and the Summit in 2023 is commendable, giving a lucid perspective on our efforts to further human-centric development in pursuit of a better planet.@amitabhk87 https://t.co/S4nAIaHlTD
— Narendra Modi (@narendramodi) January 21, 2025