Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

SVAMITVA প্রকল্পে দুটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬৫ লক্ষের বেশি সম্পত্তি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

SVAMITVA প্রকল্পে দুটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬৫ লক্ষের বেশি সম্পত্তি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নতুন দিল্লি, ১৮ জানুয়ারি ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১০টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৩০টির বেশি জেলার ৫০,০০০-এরও বেশি গ্রামে SVAMITVA  প্রকল্পে ৬৫ লক্ষাধিক সম্পত্তি কার্ড বিতরণ করেন। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের গ্রাম ও গ্রামাঞ্চলের মানুষের কাছে আজকের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করেন। 

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে তাদের সম্পত্তির কার্ড পেতে পারেন, সেই লক্ষ্যে SVAMITVA প্রকল্প চালু করা হয়েছিল। তিনি বলেন, গ্রামাঞ্চলে বসবাসরত প্রায় ২.২৫ কোটি মানুষ এই প্রকল্পে তাদের বাড়ির আইনি নথিপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন, জলের সঙ্কট, স্বাস্থ্যের সমস্যা ও অতিমারী সহ বিভিন্ন চ্যালেঞ্জের উল্লেখ করে বলেন, আজকের বিশ্বে অন্যতম উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হল, সম্পত্তির অধিকার এবং সম্পত্তির বৈধ
 নথির সমস্যা। তিনি বলেন, সম্পত্তি থাকা সত্বেও কোটি কোটি মানুষের, গ্রামবাসীর আইনি নথিপত্রের সমস্যা রয়েছে। SVAMITVA যোজনা গ্রামের মানুষের জীবন কীভাবে বদলে দিয়েছে, তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী বলেন, “ভারতে ৬ লক্ষের বেশি গ্রাম রয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেক গ্রামে ড্রোন সমীক্ষা সম্পন্ন করা হয়েছে।” তিনি বলেন, সম্পত্তি কার্ড প্রদানের কাজ সমস্ত গ্রামে শেষ হলে, ১০০ লক্ষ কোটি টাকার বেশি আর্থিক কর্মকাণ্ডের দরজা খুলে যাবে। এর ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর সরকার তৃণমূল স্তরে গ্রাম স্বরাজ রূপায়িত করতে মনেপ্রাণে চেষ্টা চালাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্পত্তির বৈধ নথিপত্র সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামের উন্নয়নের মূল ভিত্তি হল, SVAMITVA এবং ভূ-আধার। তিনি জানান, গত ৭-৮ বছরে জমির রেকর্ডের প্রায় ৯৮% ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

 প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ২.৫ কোটির বেশি পরিবার বিদ্যুৎ পেয়েছে। এর মধ্যে বেশিরভাগই গ্রামাঞ্চলের মানুষ। এছাড়া ১০ কোটির বেশি পরিবারের জন্য শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলার মাধ্যমে ১০ কোটির বেশি মহিলাকে রান্নার গ্যাস সংযোগ দেওয়ার কথা উল্লেখ করেন শ্রী মোদী। 

গত এক দশকে রাস্তাঘাট নির্মাণ, পঞ্চায়েত স্তরে ব্রডব্যান্ড ব্যবস্থা চালু সহ তাঁর সরকারের নানা সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী জানান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকরা প্রায় ২.২৫ লক্ষ কোটি টাকা পেয়েছেন। কৃষকদের ন্যায্য দামে সার প্রদানের জন্য গত ১০ বছরে প্রায় ১২ লক্ষ কোটি টাকা খরচ করেছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। 

মহিলাদের ক্ষমতায়নে তাঁর সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, লাখপতি দিদি যোজনায় ১.২৫ কোটি মহিলাকে লাখপতি করে তোলা হয়েছে। নমো ড্রোন দিদি যোজনা মহিলাদের অতিরিক্ত আয়ের সংস্থান করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, SVAMITVA যোজনা গ্রামীণ ভারতের জনজীবনকে বদলে দিচ্ছে এবং গ্রামাঞ্চলের গরিব মানুষ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন। গত ১০ বছরে দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 

বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের উপ-রাজ্যপাল, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। 

SC/MP/AS