নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জানুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৩০টিরও বেশি জেলার ৫০,০০০-র বেশি গ্রামের সম্পত্তির মালিকদের SVAMITVA প্রকল্পের আওতায় ৬৫ লক্ষের অধিক সম্পত্তি কার্ড বিতরণ করবেন।
অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে সমীক্ষার মাধ্যমে গ্রামীণ জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির মালিকদের ‘অধিকারের রেকর্ড’ প্রদান করে গ্রামীণ ভারতের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন।
এই প্রকল্পের লক্ষ্য হল, ব্যাঙ্কের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ সহজ করে তোলা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ হ্রাস, গ্রামীণ এলাকায় সম্পত্তি ও সম্পত্তি করের যথাযথ মূল্যায়ণ এবং গ্রামস্তরের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে সাহায্য করা।
৩.১৭ লক্ষেরও বেশি গ্রামে ড্রোন সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত ১.৫৩ লক্ষেরও বেশি গ্রামের জন্য প্রায় ২.২৫ কোটি সম্পত্তি কার্ড তৈরি করা হয়েছে।
মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের পাশাপাশি বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে ড্রোন সমীক্ষা সম্পন্ন হয়েছে।
SC/ SS /AG