নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিরু এম জি রামচন্দ্রনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন:
“থিরু এমজিআর-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি আমি শ্রদ্ধা জানাই। গরিবদের ক্ষমতায়ন ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে তাঁর প্রয়াস আমাদের ব্যাপকভাবে প্রেরণা জুগিয়েছে।”
SC/MP/SKD
I pay homage to Thiru MGR on his birth anniversary. We are greatly inspired by his efforts to empower the poor and build a better society. pic.twitter.com/BrTAXxsRUW
— Narendra Modi (@narendramodi) January 17, 2025