Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেনা দিবসে ভারতীয় সেনার অদম্য সাহসিকতাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর


 নয়াদিল্লি,  ১৫ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনা দিবসে ভারতীয় সেনার অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। 

একাধিক এক্স বার্তায় তিনি বলেছেন : 
“আজ সেনাদিবসে আমরা ভারতীয় সেনার অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানাই। তাঁরা আমাদের জাতির নিরাপত্তার প্রহরী হয়ে রয়েছেন। আমরা সেইসব বীরের আত্মত্যাগকেও স্মরণ করি, যাঁরা প্রতিদিন কোটি কোটি ভারতীয়ের নিরাপত্তা সুনিশ্চিত করছেন। 

ভারতীয় সেনাবাহিনী দৃঢ়সংকল্পতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মূর্ত প্রতীক। সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদের সেনাবাহিনী প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে মানবিক সাহায্য প্রদানে এক নজির সৃষ্টি করেছে।

আমাদের সরকার সশস্ত্র বাহিনী এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণসাধনে প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে আমরা বিভিন্ন সংস্কারের সূচনা করেছি এবং আধুনিকীকরণের ওপর জোর দিয়েছি। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

 

SC/ SD /AG