Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘বিকশিত ভারত যুব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা’র মাধ্যমে বিকশিত ভারত গঠনের লক্ষ্যপূরণে তাঁদের মধ্যে উৎসাহ ও সৃজনশীলতার পাশাপাশি নেতৃত্বদানের মানসিকতাকেও উৎসাহিত করা হবে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৫

 

জাতীয় যুব উৎসব, ২০২৫ এবং ‘বিকশিত ভারত তরুণ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা’র ওপর কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সের লেখা একটি নিবন্ধের কথা আজ সমাজমাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এ সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমাজমাধ্যমে এক বার্তায় বলা হয়েছে :

“কেন্দ্রীয় মন্ত্রী @khadseraksha-জি ‘বিকশিত ভারত তরুণ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা’কে এক অভিনব উদ্যোগ বলে বর্ণনা করেছেন। দেশের উন্নয়নের যাত্রাপথে দেশের যুব সমাজকে সামিল করা হবে এই প্রচেষ্টার মাধ্যমে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যপূরণে এই কর্মসূচি তরুণ ও যুবকদের মধ্যে শক্তি, উৎসাহ, সৃজনশীলতা ও নেতৃত্বদানের মানসিকতাকে উৎসাহিত করবে।”

 

SC/SKD/DM