নয়াদিল্লি, ৭ জানুয়ারি , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধি ২০২৫-এর খসড়া নাগরিককেন্দ্রিক শাসনের প্রতি ভারতের অঙ্গীকারকে অগ্রাধিকার দেয়।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব-এর একটি পোস্টের জবাবে শ্রী মোদী লিখেছেন ;
“ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধি ২০২৫-এর খসড়া কীভাবে নাগরিককেন্দ্রিক শাসনের প্রতি ভারতের অঙ্গীকারকে অগ্রাধিকার দেয়, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @AshwiniVaishnaw তা ব্যাখ্যা করেছেন। বিকাশ ও অন্তর্ভুক্তিকরণের পথে অগ্রসর হওয়ার সময়ে ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখা এই বিধিগুলির উদ্দেশ্য।”
SC/SD/NS….
Union Minister, Shri @AshwiniVaishnaw explains how the Draft Digital Personal Data Protection Rules, 2025, prioritises India's commitment to citizen-centric governance. The rules aim to safeguard personal data while driving growth and inclusivity. https://t.co/Rghw5NIMXI
— PMO India (@PMOIndia) January 7, 2025