নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পণ্ডিত মদন মোহন মালব্যর জন্মবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“মহামনা পণ্ডিত মদন মোহন মাবল্যজীকে তাঁর জন্মবার্ষিকীতে কোটি কোটি প্রণাম। তিনি এক সক্রিয় স্বাধীনতা সংগ্রামী তো ছিলেনই, সেই সঙ্গে সারা জীবন ভারতে শিক্ষার অগ্রদূত ছিলেন। দেশের জন্য তাঁর অতুলনীয় অবদান চিরকাল এক প্রেরণাস্রোত হয়ে থাকবে।”
PG/SD/SKD
महामना पंडित मदन मोहन मालवीय जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। वे एक सक्रिय स्वतंत्रता सेनानी होने के साथ-साथ जीवनपर्यंत भारत में शिक्षा के अग्रदूत बने रहे। देश के लिए उनका अतुलनीय योगदान हमेशा प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/hh2Q2JGdWl
— Narendra Modi (@narendramodi) December 25, 2024