Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কুয়েতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হল প্রধানমন্ত্রীকে

কুয়েতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হল প্রধানমন্ত্রীকে


নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল – কবীর প্রদান করা হয়েছে। কুয়েতের আমির শেখ মেশাল আল – আহমাদ আল- জাবের আল –সাবাহ প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করেন। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ আল – আবদুল্লাহ আল – আহমাদ আল – সাবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর এই সম্মান ভারত এবং কুয়েতের দীর্ঘস্থায়ী মৈত্রী, কুয়েতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় এবং ১৪০ কোটি ভারতবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন। 

৪৩ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে এই সম্মান প্রদান বিশেষ তাৎপর্য বহন করে। 

১৯৭৪ সালে এই পুরস্কার চালু হয়। এর পর থেকে নির্বাচিত কয়েকজন বিশ্ব নেতাকে এই সম্মান প্রদান করা হয়েছে।   

PG/ AB/SG