নতুন দিল্লি, ২১ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-র আমন্ত্রণে ২৬তম আরব উপসাগরীয় কাপে ‘সম্মানিত অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কুয়েতের রাজপুত্র এবং প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কুয়েতের নেতৃবৃন্দের সঙ্গে একান্ত আলাপচারিতায়ও মিলিত হন।
উপসাগরীয় দেশসমূহ ইরাক ও ইয়েমেন সহ আটটি দেশ এই কাপে অংশ নিচ্ছে। এখানকার অন্যতম উল্লেখযোগ্য ক্রীড়া প্রতিযোগিতা হল এই ফুটবল টুর্নামেন্ট। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে কুয়েত। অংশগ্রহণকারী সব দেশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
PG/MP/AS
Attended the opening ceremony of the Arabian Gulf Cup. This grand sporting event celebrates the spirit of football in the region. I thank His Highness Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al-Sabah, the Amir of Kuwait, for inviting me to witness this event. pic.twitter.com/irYOi3SEvh
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
Glad to have met His Highness the Amir of Kuwait, Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al Sabah during the opening ceremony of the Arabian Gulf Cup. pic.twitter.com/DaoPLKYhFy
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
سعدت بلقاء صاحب السمو أمير دولة الكويت الشيخ مشعل الأحمد الجابر الصباح خلال حفل افتتاح بطولة كأس الخليج العربي. pic.twitter.com/Cxb8wOS3gf
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
PM @narendramodi attended the opening ceremony of the Arabian Gulf Cup in Kuwait. pic.twitter.com/GZuxBXoQFu
— PMO India (@PMOIndia) December 21, 2024