Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কুয়েত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

কুয়েত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি


নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৪

 

কুয়েতের আমীর আল-আহমেদ আল-জাবের আল-সভার আমন্ত্রণে আমি আজ দু-দিনের কুয়েত সফরে রওনা হচ্ছি।

কুয়েতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে আমরা বিশেষভাবে মূল্য দিই। কারণ, বহু প্রজন্ম ধরেই গড়ে উঠেছে আমাদের এই সম্পর্ক। আমরা শুধুমাত্র এই দেশের বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রেরই অংশীদার নই, একইসঙ্গে সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির বাতাবরণ গড়ে তুলতেও আমরা সমান আগ্রহী। 

কুয়েতের মহামান্য আমীর, যুবরাজ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমাদের দু-দেশের তথা সমগ্র অঞ্চলের কল্যাণে ভবিষ্যতের উপযোগী অংশীদারিত্বের একটি রোড ম্যাপ তৈরি করার সুযোগ এর মধ্য দিয়ে প্রসারিত হবে বলেই আমার ধারণা। 

কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও এক সাক্ষাৎকারে মিলিত হওয়ার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। কারণ তাঁরা দু-দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতার বন্ধন গড়ে তুলতে অনেকটাই সাহায্য করেছেন।

আরবিয়ান গাল্ফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর জন্য কুয়েতের নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। গাল্ফ অঞ্চলে এটি হল এক অন্যতম প্রধান ক্রীড়া উৎসব। এই উৎসবে ক্রীড়া নৈপুন্য প্রত্যক্ষ করার জন্য আমি বিশেষভাবে আগ্রহী। এর মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে ঐক্যের মানসিকতা গড়ে উঠবে বলে আমি মনে করি। 

আমি স্থির প্রত্যয়ী যে আমার এই সফরসুচী ভারত ও কুয়েতের জনসাধারণের মধ্যে বিশেষ সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। 

PG/SKD/NS….