Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে কথা বলেছেন


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে কথা বলেছেন।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তাঁরা দুজনেই ভারত এবং ব্রিটেনের মধ্যে সার্বিক কৌশলী অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন।

তাঁরা রাষ্ট্রমণ্ডল এবং সামোয়াতে সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রমণ্ডলভুক্ত দেশগুলির সরকারের প্রধানদের বৈঠক নিয়ে মতবিনিময় করেছেন।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জলবায়ু এবং সুস্থায়িত্ব সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে রাজার দীর্ঘকালীন সওয়াল এবং উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং ভারতের গৃহীত একাধিক উদ্যোগ নিয়ে তাঁকে অবহিত করেছেন। 

তাঁরা দুজনেই আসন্ন খ্রীস্টমাস এবং নববর্ষের উৎসবের শুভেচ্ছা বিনিময় করছেন।

প্রধানমন্ত্রী রাজার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করেছেন। 

 

PG/AP/NS…